26 APRIL 2025

BY- Aajtak Bangla

রান্নাঘরের এই এক সাদা মশলায় দলবল নিয়ে পালাবে পিঁপড়ে, জেনে রাখুন

গরমে বাড়িতে পিঁপড়ের প্রকোপ বাড়ে। বাড়িতে হানা দিয়ে বাসা তৈরি করে। খাবার সংগ্রহ করতে বিস্কুট, চিনির কৌটোয় হানা দেয়।

ঘরে রাখা প্রতিটি খাবারেই পিঁপড়ে ঢুকে যায়, তা রুটি হোক বা চিনি, শুধু তাই নয়, পোশাক ও বিছানায়ও পিঁপড়ের আতঙ্ক দেখা যায়। 

লাল পিঁপড়ের কামড়েও চুলকানি এবং ফুসকুড়ি হয়। যদি এই সমস্যায় পড়ে থাকেন, তবে কয়েকটি উপকারী ঘরোয়া টিপস জেনে রাখুন। পিঁপড়ে পালাবে, আর বাড়িমুখো হবে না। ৫টি ঘরোয়া টিপস জেনে রাখুন।

পিঁপড়েরা নুন একেবারেই পছন্দ করে না। তাই যেখানেই পিঁপড়ে দেখবেন সেখানেই নুন দিন। এতে পিঁপড়ে তৎক্ষণাৎ পালাবে।

১ কাপ জলে ১ চা চামচ বোরাক্স পাউডার এবং ১ চা চামচ চিনি মিশিয়ে সমাধান তৈরি করুন। 

এবার এই দ্রবণটি একটি স্প্রে বোতলে রাখুন এবং যেখানে পিঁপড়ে দেখা যায় সেখানে স্প্রে করুন।

ঘর থেকে পিঁপড়ে তাড়াতে লেবুর রস খুব উপকারী। যেখান থেকে পিঁপড়ে বের হয় সেই সেই জায়গায় লেবুর রস দিন। এছাড়া ১ কাপ জলে ৪টি লেবুর রস মিশিয়ে স্প্রে করুন এবং যেখানে পিঁপড়া বের হয় সেখানে স্প্রে করুন। এতে আর বাড়িতে আসবে না।

এছাড়া রান্নাঘরে থাকা সাদা ভিনেগার জলে মিশিয়ে স্প্রে করে বোতলে ভরে নিন। যেসব জায়গায় পিঁপড়ে বের হয় সেখানে এই স্প্রে লাগান।