BY- Aajtak Bangla

কোন দেশের মাঝের অক্ষর বাদ দিলে খাবারের নাম হয়, মজার ধাঁধা 

14  January 2025

ধাঁধা অনেকেরই বড় প্রিয়। ধাঁধা বেশ বুদ্ধিদীপ্ত একটা খেলা।

ধাঁধা বেশ মজার হয়। নানা রকম ধাঁধা হয়। 

ধাঁধা বেশ বুদ্ধিরও ব্যাপার বটে। ধাঁধার উত্তর তাঁরাই দিতে পারেন সহজে, যাঁরা বুদ্ধিমান হন।

বাচ্চা থেকে বুড়ো, সকলেই ধাঁধা খেলতে পছন্দ করেন।

একটি মজার ধাঁধা তুলে ধরা হল এখানে। দেখা যাক পারেন কিনা... . .

বলুন তো, কোন দেশের মাঝের অক্ষর বাদ দিলে খাবারের নাম হয়? . .

উত্তরটি হল ভারত। ভাবছেন কীভাবে?

র অক্ষরটি বাদ দিলে ভাত হবে। ভাত হল জনপ্রিয় খাবার।