BY- Aajtak Bangla
22st October, 2024
এখন প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ থাকে। আর ফ্রিজ থাকা মানেই তা সঠিক সময়ে পরিষ্কার করা।
অনেক সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ফ্রিজারে প্রচুর পরিমানে বরফ জমে যায়, যা গলতে ডিফ্রোস্ট (ডিফ্রোস্ট অর্থাৎ বরফ গলিয়ে ফেলা) করতে হয়।
বরফ জমে যাওয়ার পরে একটি ফ্রিজ ডিফ্রস্ট করা গুরুত্বপূর্ণ, কারণ এতে ফ্রিজের উফপর খারাপ প্রভাব পড়ে।
পরিমাণের চেয়ে বেশি বরফ জমে গেলে রেফ্রিজারেটরের ঠাণ্ডা করার ক্ষমতা কমে যায়।
যার কারণে রেফ্রিজারেটর বেশি বিদ্যুৎ খরচ করে এবং তাতে রাখা খাবার ঠিকমতো ঠান্ডা থাকে না।
কিন্তু ফ্রিজ ডিফ্রস্ট করা বেশ ঝক্কির বিষয়। তবে এই ছোট্ট টিপসে আপনার ফ্রিজে কয়েক মিনিটেই বরফ গলে যাবে।
প্রথমে ফ্রিজটা বন্ধ করুন। এরপর একটি স্প্রে বোতলে গরম জল নিয়ে নিন।
এরপর বরফের ওপর স্প্রে করুন এই গরম জলটি। এতে খুব তাড়াতাড়ি বরফ গলে যাবে।
তবে এই প্রক্রিয়ার সময় ফ্রিজের দরজা খোলা রাখতে ভুলবেন না।