29 June, 2023

BY- Aajtak Bangla

সন্তানের বাবা হওয়ার ক্ষমতা বেশি এই সব পুরুষদের

পুরুষ যে কোনও বয়সেই সন্তান জন্ম দিতে পারে। এমন একটা ধারণা অনেকেরই। 

যে কোনও বয়সেই সন্তানের বাবা হতে পারেন, এমনটা অনেকে পুরুষই ভাবেন।

তা ঠিক নয়। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমে।

তাহলে বাবা হওয়ার আদর্শ বয়স কত?

বিশেষজ্ঞদের মতে, পুরুষের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ বছর বয়স হল আদর্শ সময়।

৪০ বছর পর্যন্ত বাবা হতে পারেন। তারপর সম্পূর্ণ সুস্থ সন্তান না-ও হতে পারে।

একথাও ঠিক, ৫০ বছর বা তার বেশি বয়সী পুরুষেরও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে।

তবে বেশি বয়সে বাবা হলে শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রেও খারাপ প্রভাব পড়ে। শিশুদের স্নায়ুর রোগের ঝুঁকি বাড়ে।

মহিলাদের ক্ষেত্রে ঋতুবন্ধের পরে সন্তানধারণের কোনও ক্ষমতাই থাকে না।

মহিলাদের ক্ষেত্রেও ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ বছর সন্তানধারনের উপযুক্ত বয়স।