2 JULY 2025
BY- Aajtak Bangla
অনেকেই বলে থাকেন, হাতের তালু চুলকালে টাকা আসে। সত্যিটা জেনে নিন।
বিশ্বাস রয়েছে, ডান হাতের তালু চুলকালে টাকা আসে আর বাঁ হাতের তালু চুলকালে টাকা গায়েব হয়।
তবে আসল কথা হল, হাতের তালু চুলকানোর সঙ্গে টাকা আসা বা খরচ হওয়ার কোনও সম্পর্ক নেই।
বিষয়টি আদতে কুসংস্কার এবং দীর্ঘদিন ধরে মা-ঠাকুমাদের আমল থেকে বিশ্বাস করে আসছেন কেউ কেউ।
কোনও ব্যক্তির হাতের তালু যদি বেশি চুলকায় তাহলে তা চিন্তার। কেন চুলকাচ্ছে, ব্যাক্টেরিয়ার ইনফেকশন হল কি না, তা দেখা উচিত।
হাতের তালুর চুলকানি এড়াতে ভাল করে ধুতে হবে। হযআন্ডওয়াশ কিংবা সাবান ব্যবহার করা উচিত।
বাড়ির বাইরে বের হলে স্যানিটাইজার সঙ্গে রাখুন।
যদি ল্যাপটপ, ডেস্কটপের কি-বোর্ড এবং মোবাইলের স্ক্রিন মাঝে মাঝে পরিষ্কার করেন, তাহলে ক্লিনার ব্যবহার করুন।
হাত না ধুয়ে খাবার খাওয়া উচিত নয়। তা না হলে পেটের সমস্যা তৈরি হবে।