BY- Aajtak Bangla

মশলা কখন দিলে এঁচোড় কষা হবে দারুন স্বাদের? জেনে নিন সিক্রেট টিপস

19 April, 2025

এঁচোর কষা খেতে ভালোবাসেন, কিন্তু রেঁধে ঠিক সেই জমজমাট স্বাদ আনতে পারেন না?

মশলা দেওয়ার টাইমিং-এ লুকিয়ে আছে সেই গোপন রহস্য—জেনে নিন কোন পর্যায়ে কী দিলে পাবেন হোটেল-মার্কা স্বাদ!

১০ দফায় এঁচোর কষার সেরা মশলার টাইমিং (10 Tips for Timing Spices in Enchor Kosha):

তেল গরম হতেই প্রথমে শুকনো মসলা দিন (হলুদ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা): এতে ঘ্রাণ ছড়ায় এবং মশলার বেস প্রস্তুত হয়।

এরপর দিন কাঁচা মশলা বাটা (পেঁয়াজ, রসুন, আদা): মাঝারি আঁচে নাড়ুন যতক্ষণ না তেল ছাড়ে।

এই পর্যায়েই দিন নুন: আগেই নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি কষে যায়।

এখন দিন গুঁড়ো মসলা (হলুদ, মরিচ, ধনে, জিরে): পেঁয়াজের জল শুকিয়ে এলেই গুঁড়ো মশলা দিন – এতে পোড়ে না, কষে ভালো হয়।

মসলা কষাতে সামান্য জল ছিটিয়ে দিন: এতে মশলা পুড়ে না গিয়ে ভালভাবে রান্না হয়।

এঁচোর টুকরো ঢোকানোর ঠিক আগে দিন গরম মসলা পাউডার: এতে স্বাদ গাঢ় হয়, কিন্তু পুড়ে না যায়।

এঁচোর দিয়ে ভালো করে কষান, যাতে মশলা একেবারে ঢুকে যায়।

ঢেকে রাখার আগে দিন অল্প চিনি ও নুন মেপে: মশলার ভারসাম্য ঠিক রাখতে এই স্টেপ গুরুত্বপূর্ণ।

পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিশিয়ে আবার কষান: এই রি-কষানোতেই আসল স্বাদ আসে।

শেষে একটু ঘি বা সরষের তেল ছড়িয়ে দিন: ঘ্রাণ ও ফ্লেভার বাড়াতে জাদুকরী উপাদান।