BY- Aajtak Bangla

পাকা আম মুখে লাগালেই চিরযৌবন, কীভাবে মাখবেন, জানুন 

3 June 2025

পাকা আম যেমন খেলে উপকার পাওয়া যায়, তেমন মাখলেও লাভ হয়।

বিশেষজ্ঞদের মতে, পাকা আম মুখে মাখলে বিশাল উপকার হয়। আর পার্লারে যাওয়ার দরকার হবে না।

বিশেষজ্ঞদের মতে, পাকা আম থেকে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়।

পাকা আম মুখে লাগালে ত্বক মসৃণ  হবে। চেহারায় বুড়োটে ছাপ পড়বে না।

নিয়মিত মুখে পাকা আম লাগালে বলিরেখা, কালচে ছোপ দূর হয়। . .

মুখে কীভাবে পাকা আম লাগাবেন, রইল পদ্ধতি...

একটি পাত্রে এক টেবিল চামচ মুলতানি মাটি, পাকা আমের ক্বাথ ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পর ধুয়ে নিলেই চকচক করবে।

একটি পাত্রে পাকা আমের ক্বাথ নিয়ে তাতে এক টেবিল চামচ বেসন মিশিয়ে নিতে হবে। এতে অল্প মধু মেশান।

এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে  ২০-২৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ফল পাবেন।