BY: Aajtak Bangla 

ঢাকাই শাড়িতে লাস্যময়ী ঋতাভরী

1 APRIL 2023

ঋতাভরী চক্রবর্তী

বং ক্রাশ হিসাবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী।

বং ক্রাশ

তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি এক নিমিষে ভাইরাল হয়।

কেরিয়ার নিয়ে ব্যস্ত

বর্তমানে অভিনেত্রী ব্যস্ত 'ফাটাফাটি' সিনেমা নিয়ে।

শাড়িতে ঋতাভরী

তারই মাঝে ছবি পোস্ট করলেন তিনি।

ঢাকাই শাড়িতে অভিনেত্রী

লাল-কালো ঢাকাই শাড়িতে বঙ্গ তনয়া ঋতাভরী। 

সাবেকী সাজ

কপালে লাল টিপ খোলা চুলে অপরূপ অভিনেত্রী। 

সুন্দরী ঋতাভরী

ঋতাভরীর থেকে চোখ সরানো দায়। 

সাহসী অবতার

তার ওপর হাল্কা আঁচল সরতেই পারদ চড়ল নেট দুনিয়ায়। 

ভাইরাল ছবি

এই ছবি পোস্ট করে ঋতাভরী ক্যাপশনে দিয়েছেন 'মেঘবালিকা'। 

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট রীতিমতো ঝড় তোলে। অভিনেত্রীর ওজন বেড়ে যাওয়া সত্ত্বেও তাঁর ক্রেজ একটুও কমেনি ভক্তদের মধ্যে। বিকিনি থেকে শাড়ি সবেতেই সাবলীল ঋতাভরী। সম্প্রতি ঢাকাই শড়িতে ভক্ত হৃদয়ে আলোড়ন তুললেন অভিনেত্রী। ঋতাভরী এখন তাঁর ফাটাফাটি ছবির প্রচার নিয়ে ব্যস্ত।