15 JANUARY 2025
BY- Aajtak Bangla
চোখের সামনে এমন অনেক কিছু ঘটে যার উত্তর জানা নেই। আবার কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা বেশি ভাবি না।
এই যেমন রাস্তার ধারের গাছের গায়ে সাদা রং করা থাকে, কিন্তু কেন অনেকেই জানেন না।
রাস্তার ধারে যে গাছগুলি থাকে সেগুলিতে সাদা রং করার পিছনে বড় বৈজ্ঞানিক কারণ রয়েছে। যদিও কী কারণ তা ৯৯ শতাংশ মানুষই জানেন না।
রাস্তার ধারের গাছগুলিতে বিশেষত সাদা চুনকাম করা হয়ে থাকে।
আসলে গাছের গায়ে চুনকাম করলে গাছের বাকল ফাটে না। গাছের গুড়ি আরও মজবুত হয়।
পোকামাকড় আক্রমণ করতে পারে না। উইপোকা ঘাঁটি গাড়ে না। ফলে গাছের আয়ু বৃদ্ধি পায়।
পাশাপাশি সূর্যের সরাসরি রশ্মিতে গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।
রাস্তায় স্ট্রিট লাইট না থাকলে এই সাদা রংয়ে আলো পড়লে তারা রাস্তায় আলো পায়।
আরও একটি কারণ হল, যে গাছগুলি বন দফতরের আওতায় থাকে সেগুলি সাদা রং করা হয়।