3 January 2024
BY- Aajtak Bangla
শীত পড়তেই রুম হিটারের কদর বাড়ে। এটি তাৎক্ষণিক ঘর গরম করতে পারে। অধিকাংশ হিটারের ভেতরেই গরম ধাতুর পাত বা সিরামিক কোর থাকে। ঘরের তাপমাত্রা বৃদ্ধির জন্য গরম হাওয়া বের করে এটি।
দেশে এখন শীতকালে রুম হিটার ব্যবহারের প্রচলন বেড়েছে। রুম হিটার ব্যবহারের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রুম হিটার ব্যবহারের সঠিক নিয়ম কী? জেনে নিন-
রুম হিটার চালু করার পর ঘরের তাপমাত্রা গরম হতে থাকে। ঘর পর্যাপ্ত গরম হলে হিটার বন্ধ করে দিতে হবে।
রুম হিটারটি শিশুদের নাগালের বাইরে রাখুন। ঘরের ফাঁকা অংশে হিটার রাখাই বুদ্ধিমানের কাজ।
ঘরের দরজা-জানালায় ফাটল কিংবা ছিদ্র থাকলে তা বন্ধ করে তারপর হিটার চালু করুন।
রুম হিটার একটানা ৩-৪ ঘণ্টা চালিয়ে রাখলেই হয়। সব সময় রুম হিটার চালিয়ে রাখলে বিদ্যুৎ বিলও বাড়বে আবার শারীরিক বিভিন্ন সমস্যাতেও ভুগবেন।
যে কোনও রুম হিটার কেনার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সেই যন্ত্র থেকে যেন কোনও কার্বন মনো অক্সাইড নির্গত না হয়। দীর্ঘক্ষণ বন্ধ ঘরে এই গ্যাস নির্গত হতে থাকলে প্রাণঘাতী হতে পারে। এই কারণে একটানা বেশি সময় রুম হিটার ব্যবহার না করে অল্প অল্প সময়ে করা উচিত।
এছাড়াও রুম হিটার ব্যবহার করলে ঘরে অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই কারণে ঘুমোতে যাওয়ার আগে সব সময় হিটার বন্ধ করে দেওয়া উচিত। নাহলে রাতে ঘুমের সময় অক্সিজেনের মাত্রা কমে গেলে বিপদ নেমে আসতে পারে।
আপনি যখন জেগে থাকবেন শুধুমাত্র তখনই ঘরে হিটার চালান। কখনই সারা রাত হিটার চালিয়ে রাখবেন না। এই কারণেই শীতকালে মাঝে মাঝেই রাতে রুম হিটার ব্যবহারের কারণে মৃত্যুর খবর সামনে আসে
রুম হিটার ব্যবহারের সময় আশেপাশে কাগজ, কাঠ অথবা অন্য কোনও দাহ্য পদার্থ রাখবেন না। এই ধরনের পদার্থ হিটারের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ডর সম্ভাবনা থাকে। এই কারণে যখনই রুম হিটার ব্যবহার করবেন আশেপাশে নজর রাখতে হবে।
কখনও হিটার ব্যবহারের সময় পোড়া গন্ধ পেলে অবিলম্বে রুম হিটার বন্ধ করে দিন।