BY- Aajtak Bangla
15 APRIL, 2024
ভালোবাসার বা পছন্দের মানুষের হাতে গোলাপ তুলে দেওয়া হয়। ফুলদানিতে একগুচ্ছ গোলাপ রাখলে, শোভা অনেক বাড়ে।
গোলাপের গুরুত্ব প্রায় সকলের জানা। তবে আপনি কি জানেন, এই ফুলের দুর্দান্ত ওষধি গুণ আছে?
গোলাপ জল ব্যবহার করলে চোখের ক্লান্তি এবং ত্বকের চুলকানি দূর করা যায়। রূপচর্চায় গোলাপ জল দারুণ কার্যকরী।
এবছর ১৭ এপ্রিল পড়েছে রামনবমী। জানুন রামচন্দ্রের প্রিয় ফুল কী কী। এসবে ফুল শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করলে, তিনি তুষ্ট হন।
গোলাপ জল ত্বকের জন্যও উপকারী এবং টোনার হিসেবে ব্যবহৃত হয়। এর নিয়মিত ব্যবহারে ত্বক টানটান থাকে, যার ফলে ব্রণ হয় না।
যদি আপনার চোখ চুলকানি হয় এবং ভারী লাগে, তাহলে গোলাপ জল ব্যবহার করা খুব উপকারী হবে। এর ব্যবহারে চোখ পরিষ্কার হয়ে যায় এবং চোখের তারা চকচক করে।
গোলাপে অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য আছে। যা, আঘাত দ্রুত নিরাময়ে সাহায্য করে। এর তেল ক্ষত এবং আঘাতের দ্রুত নিরাময়ের জন্য ব্যবহৃত হয়।
চুলের বৃদ্ধির জন্যে গোলাপের তেল ব্যবহার করা হয়। এর তেল দিয়ে চুলের গোড়া ম্যাসাজ করলে শুধু চুলের বৃদ্ধিই ভাল হয় না, চুল মজবুত হয়।
মাথা ব্যথা এবং মানসিক চাপ কমাতেও গোলাপ তেল ব্যবহার করা হয়। বিষণ্ণতার সমস্যা থাকলেও গোলাপ তেল ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
গোলাপ ফুলের গন্ধ মন ভাল করে। আয়ুর্বেদ মতে এই সুগন্ধ অ্যারোমা থেরাপি হিসাবে কাজ করে। গোলাপ ফুল খেলে, আপনি ভেতর থেকে সতেজতা অনুভব করবেন।
বদহজমের সমস্যা দূর করতে গোলাপের পাপড়ি খাওয়ার প্রচলন রয়েছে চিনে। পিরিয়ডের সমস্যায় ভুগছেন যেসব নারী, তাদের জন্য গোলাপের পাপড়ি অত্যন্ত উপকারী।