BY- Aajtak Bangla
14 JULY, 2025
গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত।
অনেকে গোলাপকে ফুলের রানি বলে উল্লেখ করেন। এই ফুল পছন্দ করেন না, এরকম মানুষ খুব কমই আছে।
গোলাপ এমন একটি ফুল যা প্রায় সকলেরই প্রিয়। শখের বাগানে অনেকেই চায় গোলাপ গাছ রাখতে।
তবে সুন্দর গোলাপের জন্য এর সঠিক চাষের পদ্ধতি জানা খুব জরুরি।
সাধারণত গোলাপ গাছে তাদের বৃদ্ধির মরসুমে ৩-৪ বার সার দেওয়া প্রয়োজন হয়।
এর অর্থ হল, বসন্তের শুরু থেকে গ্রীষ্মের শেষের দিকে পর্যন্ত গাছে সাধারণত ৩-৪ বার সার দেওয়া উচিত।
তবে, কত সার দিতে হবে তা জলবায়ু, গোলাপের জাত এবং মাটির অবস্থার উপর নির্ভর করে।
প্রতিটি ফুল ফোটার পর, সাধারণত প্রতি ২-৬ সপ্তাহে সার দেওয়া উচিত। কিন্তু শীতকালে গোলাপে সার দেওয়া উচিত নয়।
শীত শুরুর ৬-৮ সপ্তাহ আগে সার দেওয়া বন্ধ করুন। যাতে শীত এলে নতুন বৃদ্ধি ক্ষতিগ্রস্ত না হয়।