21 July, 2024
BY- Aajtak Bangla
গোলাপ ফুলের কিছু উপায় বা টোটকা আছে, যেগুলি মেনে চললে নেমে আসতে পারে ধনদেবীর আশীর্বাদ।
সম্পদের দেবী লক্ষ্মী গোলাপ ফুল খুবই পছন্দ করেন। এছাড়াও হনুমান জিকে গোলাপ ফুল নিবেদন করা হয়।
মঙ্গলবার বাড়ির ঠাকুর ঘরে লাল কাপড়ে লাল চন্দন, লাল গোলাপ এবং মেঠে সিঁদুর বেঁধে রাখুন।
এক সপ্তাহের জন্য রাখুন এবং তারপর সেটি আলমারি বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন। এতে আয় বাড়তে শুরু করবে।
রোজ সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে একটি পাত্রে গোলাপের পাপড়ি এবং কর্পূর পোড়ান।
গোলাপের পাপড়ি আর কর্পূর একসঙ্গে পোড়ালে মা লক্ষ্মীর আশিস মেলে। ঋণের সমস্যা থেকে মুক্তি পাবেন।
কাজে বাধা থাকলে একটানা ৫টি পূর্ণিমায় জলে ৩টি করে গোলাপ ফুল অর্পণ করুন। সমস্ত কাজে যাতে সাফল্য পাবেন।
ঋণ থেকে মুক্তি পেতে শুক্রবার গোলাপ ফুলের একটি প্রতিকার করুন। এজন্য একটি খালি সাদা কাপড় নিন। তারপর চার কোণে চারটি গোলাপ ফুল বেঁধে নদীতে ভাসিয়ে দিন।
একটানা ১১টি মঙ্গলবার হনুমানজিকে ১১টি করে গোলাপ ফুল নিবেদন করুন।
তাতে তিনি প্রসন্ন হবেন এবং আপনার মনের সকল বাসনা পূর্ণ করবেন।