22 JUNE, 2023
BY- Aajtak Bangla
ব্রণ উধাও, শুধুই গ্ল্যামার, মোক্ষম ঘরোয়া টিপস
বর্তমান সময়ের পরিবর্তিত ও বিশৃঙ্খল জীবনযাত্রায় ব্রণের সমস্যায় জেরবার অনেকেই।
তৈলাক্ত ত্বক, ব্যাকটেরিয়া সংক্রমণ, স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা, মদ ও সিগারেট খাওয়ার ফলে ব্রণর সমস্যা হয়।
অনেকেরই অজানা ব্রণর সমস্যা দূর করতে গোলাপ জলের ব্যবহার দারুণ উপকারী।
ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি, এটি অ্যান্টি- ব্যাকটরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন।
লেবুতে অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে। গোলাপ জলের শীতল বৈশিষ্ট্য রয়েছে। এই দুটি একসঙ্গে মিশিয়ে নিলে একটি দুর্দান্ত ফেসপ্যাক তৈরি হয়।
কমলালেবুর খোসা রোদে শুকিয়ে পিষে নিন। ত্বক উজ্জ্বল করতে এই গুঁড়ো ব্যবহার করা হয়। ব্রণর সমস্যা দূর করতে সহায়ক।
চন্দন গুঁড়োতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যার ফলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় না। এই মিশ্রণ ব্রণর কমাতে সহায়ক।
মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন।
আদার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে। ব্রণর সমস্যা দূর করতে, এই মিশ্রণও খুব কার্যকর।
Related Stories
চা VS কফি: সকালে কোনটা খাওয়া ভাল? জেনে রাখা জরুরি
জামরুলের ইংরাজি কী? অনেকেই জানেন না
ভুলেও ডিমের সঙ্গে খাবেন না এই ৫ খাবার, গ্যাস-অ্যাসিডিটিতে ভুগবেন
গলদা চিংড়ির এই ঢাকাইয়া রেসিপি জানলে, আর অন্য পদ রাঁধবেন না