BY- Aajtak Bangla

এভাবে রসগোল্লা খেয়ে নাকি ওজন কমানো যায়! ভাবা যায়? 

15 MAY, 2024

মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথাই নেই। 

রসগোল্লা শুধু মিষ্টি নয়, এটি যেন বাঙালির আবেগ। তবে জানেন গরম রসগোল্লার কত গুণ? 

আমাশয়, পেটে ব্যথা সারাতে দারুণ ভাল কাজ করে গরম রসগোল্লা। 

দেহের প্রয়োজনীয় ক্যালোরি মিটিয়ে ইন্সট্যান্ট এনার্জি জোগাতে পারে রসগোল্লা।

 রসগোল্লায় মধ্যে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার থাকার কারণে হজম ভাল হয়। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে রসগোল্লা। সর্দি, কাশি সারাতে উপকারী রসগোল্লা।

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে রসগোল্লা। সর্দি, কাশি সারাতে উপকারী রসগোল্লা।

এই মিষ্টি পুষ্টিগুণে ভরপুর। শিশুদের পুষ্টি জুগিয়ে, শারীরিক ও মানসিক গঠনে সাহায্য করে গরম রসগোল্লা।

 হাড় বা দাঁতের ক্ষত রোধ করতে পারে রসগোল্লা। অস্টিওপরেসিস বা গাঁটে ব্যথা সারাতে দারুণ উপকারী গরম রসগোল্লা।