27 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

ঠান্ডা হলেই শক্ত ইট হয়ে যায় রুটি? ২৪ ঘণ্টা তুলতুলে রাখতে করুন এই ট্রিক

রুটি গরমা গরম খেলে তবেই স্বাদ। ঠান্ডা হলে স্বাদ মরে যায়।

রুটি শক্ত হলে না চিবানো যায়, না স্বাদ পাওয়া যায়।

অনেক আটাতে ভুষি থাকে, যা পেটের জন্যও ভালো নয়। তাই ভুষি চেলে রুটি বানান। রুটি নরমও হবে।

আটা মাখার সময় নরম করে মাখুন। অল্প অল্প করে জল দিয়ে আটা মাখুন। কিছুক্ষণ মাখার পর, আটা প্লেটে লেগে যাবে না এবং খুব নরম হয়ে যাবে। তাই রুটি নরম করার উপায় শিখে নিন।

আটা মাখার সময় এতে সামান্য নুনও মেশাতে পারেন, যা রুটি নরম রাখে। আটা মাখার পর সামান্য তেল মাখিয়ে নিন। এতে আটা শুকিয়ে যাবে না এবং রুটি নরম হবে।

রুটি করার সময় মাঝারি আঁচে গ্যাস সেঁকুন। 

২৪ ঘণ্টা রুটি নরম এবং তুলতুলে রাখতে দুধ দিয়ে মাখতে পারেন, যা রুটিকে খুব নরম করে তোলে। দুধের পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন।