14 July, 2024
BY- Aajtak Bangla
সনাতন ধর্মে রুদ্রাক্ষ পরা শুভ। রুদ্রাক্ষ পরলে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ দেন। শিবের চোখ থেকে অশ্রু অশ্রু থেকে রুদ্রাক্ষের জন্ম হয় বলে কথিত।
তাই যে কেউ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ পরলে সব সংকট কেটে যায়। অর্থনৈতিক উন্নতি হয়।
তবে কাদের অবশ্যই রুদ্রাক্ষ পরা উচিত? আসুন জেনে নিই। যারা পাপ নাশ করতে চান তাঁদের একমুখী রুদ্রাক্ষ পরা উচিত।
ধন, যশ, জনপ্রিয়তা লাভের জন্য দুই, এগারো, বিশ মুখী রুদ্রাক্ষ পরা প্রয়োজন। দ্বিমুখী রুদ্রাক্ষ পরা বিবাহিত মেয়েদের জন্য খুব উপকারী।
যারা জ্ঞান, বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে চান তাঁদের তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করা শুভ। কারও রোগ লেগে থাকলে এই রুদ্রাক্ষ পরা ভালো।
বিদ্যার উন্নতির জন্য চার, তেরো, বাইশ আর পনেরো বছর বয়সের পর পাঁচ, চোদ্দ, তেইশ মুখী রুদ্রাক্ষ বেশ ফলপ্রদ।
বাড়ির সুখ ও দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনতে পঞ্চমুখী রুদ্রাক্ষ পরা ভালো। স্বামী ও স্ত্রী উভয়েই এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন।
ব্যবসা ও বাণিজ্যে অনেকের কুনজর লেগে যায়। সেই কুনজর থেকে বাঁচতে ও উন্নতির জন্য সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত।