21 MAY 2025

BY- Aajtak Bangla

ঝিঙে-আলু রুইয়ের পাতলা ঝোল, গরমে চুটকিতে শরীর হবে ঠান্ডা; রেসিপি

গরমে যত হালকা খাবার খাওয়া য়াবে শরীর ততই এসির মতো ঠান্ডা থাকবে।

তাই রুই মাছ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালকা পাতলা ঝোল। আলু-ঝিঙে দিলেই হবে।

রুই মাছ নুন ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রাখুন।

পকরণ আলু ছোটো ডুমো করে কাটা ঝিঙে কাঁচা লঙ্কা স্বাদমতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা চিনি জল

আগে মাছ নুন হলুদ মিশিয়ে ভেজে নিন। এবার একটি ছোটো বাটিতে জিরে, ধনে, লঙ্কাগুঁড়ো, লবণ, হলুদ, চিনি রাখুন ও সামান্য জল দিয়ে মিশিয়ে নিন। আলু ও ঝিঙে ভেজে তুলে রাখুন।

কড়াইতে তেল গরম হলে তাতে কালোজিরে ফোড়ন দিন, সঙ্গে কাঁচালঙ্কা দিতে ভুলবেন না।

এরপর বাটিতে গুলে রাখা মশলা তেলে দিয়ে দিন ও সামান্য কষিয়ে ভাজা আলু ও বেগুন দিয়ে জল দিয়ে দিন। আলু ও বেগুন সেদ্ধ হতে দিন। সেদ্ধ হলে ভাজা মাছ দিন ও মিনিট ২ ভাপে রেখে নামিয়ে নিন।

গরমে ভাতের সঙ্গে এই খাবার অমৃত।