BY- Aajtak Bangla

রুই মাছের ঝোল খেতে হবে মাংসের মতো, সিক্রেট রেসিপি রইল

11 APRIL, 2025

বাঙালি মানেই পাতে মাছ থাকবেই। পাতে মাছ থাকলে ভাত খাওয়া জমে যায়।

মাছ

বাজারে নানা রকমের মাছ পাওয়া যায়। এর মধ্যে রুই মাছ অন্যতম।

রুই মাছ

রুই মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রুই মাছ খেলে ত্বক ভাল থাকে।

উপকারী

রুই মাছ দিয়ে নানা পদ রান্না করা হয়। তবে রুই মাছের ঝোল দারুণ খেতে হয়। সহজ রেসিপি রইল...

রুই মাছের ঝোল

উপকরণ: রুই মাছ, আলু, পেঁয়াজ, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, তেল, চিনি, নুন।

উপকরণ

প্রথমে মাছে নুন-হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে ভাল ভাবে ভেজে তুলে নিন।

পদ্ধতি

তেল গরম করে এবার এতে তেজপাতা, পেঁয়াজ, আদা-রসুন বাটা দিন। তারপরে এতে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো মেশান। . .

বাটা মশলা

এতে আলু দিন এবার। জল দিয়ে ফোটাতে থাকুন। তারপরে ভেজে রাখা মাছ দিতে হবে।

ফোটাতে হবে

কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের ঝোল

সুস্বাদু খেতে