BY- Aajtak Bangla

তুলসীর মালা কাদের অবশ্যই পরা উচিত? 

3rd June 2024

আমাদের জীবনে তুলসীর আলাদা গুরুত্ব আছে। আয়ুর্বেদ বলুন বা বাস্তু, সব ক্ষেত্রেই তুলসীর গুরুত্ব খুব বেশি।

প্রচলিত বিশ্বাস অনুসারে, এই গাছটি গৃহ থেকে নেতিবাচক শক্তি দূরে থাকে। মা লক্ষ্মী বিরাজ করেন বাড়িতে। 

তবে অনেকে তুলসী কাঠের মালা পরেন। কাদের অবশ্যই তুলসী কাঠের মালা পরা উচিত, জানেন? 

 মা তুলসী কে ৩৩ কোটি দেব-দেবতার সমান বলে গণ্য করা হয়। মনে করা হয়, এই মালার মধ্যে রয়েছে এমন এক শক্তি, যা আপনার শরীরের ভিতরে শক্তি যোগাবে, মনকে শান্ত করবে।

যাদের বাড়িতে অশান্তি লেগেই থাকে, তাদের অবশ্যই তুলসীর মালা পরা উচিত। এটা পরলে সংসারে শান্তি আসে। 

তুলসী কাঠের মালা পরলে সেই ব্যক্তির কখনও টাকা পয়সার অভাব হয় না। মা লক্ষ্মী প্রসন্ন হন।

তবে তুলসী কাঠের মালা পরে কখনও বাথরুমে যাওয়া উচিত নয়। এছাড়াও মরার বাড়ি বা শ্মশানে যাওয়া ঠিক নয়। 

তুলসী কাঠের মালা পরারও নিয়ম আছে। মাছ-মাংস যেদিন খাবেন সেদিন এই মালা ধারণ করবেন না। 

তুলসী কাঠের মালা সেদিনই পড়ুন যেদিন আপনি নিরামিষ খাবেন। আর তুলসীর মালা পরার পর বিষ্ণু মন্ত্র জপ করুন।