8 May, 2024
BY- Aajtak Bangla
সনাতন হিন্দুরা বাড়িতে সকাল সন্ধে পুজো করে। বাড়ির ছেলে বা মেয়েরা পুজো করে থাকেন। কিন্তু পুজো করার সঠিক নিয়ম রয়েছে। বসে না দাঁড়িয়ে, কীভাবে পুজো করা উচিত সেটা কি জানেন?
শাস্ত্র মতে, পুজো সব সময় বসে করা উচিত। দাঁড়িয়ে পুজো করা ঠিক নয়। এতে কাঙ্খিত ফল মেলে না।
পুজো বসে করতে হয় এবং হাঁটু মুড়ে। তবেই কাঙ্খিত ফল পাওয়া যায়। দাঁড়িয়ে পুজো করলে ভালো ফল মেলে না।
অনেকে পা ছড়িয়ে বসে পুজো করেন, সেটাও করা উচিত নয়। পুজো হাঁটু ভাঁজ করে করা দরকার। তবেই দেবতা প্রসন্ন হন।
খেয়াল রাখবেন, আপনি যেখানে বসে পুজো করবেন সেই জায়গাটা যেন দেবতার থেকে উঁচু না হয়।
মাটিতে বসে পুজো করতে না পারায় অনেক সময় বয়স্ক মহিলারা চেয়ারে বা টুলে বসে পুজো করেন। এরকম হলে পুজোর আসন আপনার চেয়ারের থেকে উঁচুতে স্থাপন করুন।
শাস্ত্র মতে, পুজো করার সময় পা ঢেকে রাখুন। কোনও রকমভাবেই যেন পা না দেখা যায়। তাহলে দেবতা অসন্তুষ্ট হন।
ছেলে হোক বা মেয়ে, পুজো করার সময় মাথা ঢেকে রাখুন। এটাই নিয়ম। মাথা খোলা রেখে পুজো করলে সুফল মেলে না।
পুজো করার সময় পূর্বদিকে মুখ করে বসুন। চেষ্টা করুন, পূর্বদিকেই দেবতার মূর্তি রাখতে। সেদিকে মুখ করে বসেই পুজো করা উচিত।