13 September 2024

BY- Aajtak Bangla

বিশ্বের প্রথম মদ কোনটি? বিয়ার, ওয়াইন না রাম?

বিয়ার, ওয়াইন, হুইস্কি... একেক জনের পছন্দ একেক রকম। মুডের উপরেও ডিপেন্ড করে।

কিন্তু পৃথিবীর প্রথম মদ কোনটা, তা কখনও ভেবেছেন?

পৃথিবীর প্রথম মদ ছিল ওয়াইন।

এটি আঙ্গুরের রস থেকে প্রাকৃতিকভাবে ফারমেন্টেশন প্রক্রিয়ায় তৈরি হত।

প্রায় ৭,০০০ বছর আগে মেসোপটেমিয়া ও মিসরে এর প্রমাণ পাওয়া গিয়েছে।

ফলের রস ফারমেন্ট হয়ে মদ তৈরি হতো। ওয়াইনের প্রাচীন ব্যবহার ছিল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে।

আপনি কি জানেন?

বিয়ারও প্রাচীনকালে জনপ্রিয় ছিল।

তবে ফল থেকে সহজে মদ তৈরি হওয়ায় ওয়াইন বেশি প্রচলিত হয়।

ফলে সভ্যতার শুরুতেই মানব সংস্কৃতির অংশ হয়ে ওঠে ওয়াইন।

দ্রষ্টব্য: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ভয়ানক ক্ষতিকর। এই প্রতিবেদন মদের ইতিহাস মাত্র। এটি মদ্যপানে উৎসাহ প্রদান করে না।