19 Jan, 2025
BY- Aajtak Bangla
শীত শুরু হয়েছে। এই সময় শরীর গরম রাখতে অনেকেই রাতে ব্র্যান্ডি বা রাম খান।
অনেকের মতে, অল্প পরিমাণে রাম ও ব্র্যান্ডি খেয়ে কাশি-সর্দি নিরাময় হয়। শরীর গরম থাকে।
এই বক্তব্যটি বৈজ্ঞানিক ভিত্তিতে কতটা সঠিক এবং এতে কতটা সত্যতা রয়েছে?
রাম আখ থেকে তৈরি হয়। ফলের রস ও ডিস্টিল্ড ওয়াইন দিয়ে তৈরি হয় ব্র্যান্ড।
রাম বা ব্র্যান্ডি খেলে শরীর গরম থাকে। কিন্তু সর্দি-কাশি কি ছাড়ে?
অনেকে দাবি করেন, হার্টের সমস্যা, ধমনী ব্লকেজে উপকারি রাম ও ব্র্যান্ডি।
বিজ্ঞান বলে যে অ্যালকোহল শরীরকে উষ্ণ করে। তাই রাম বা ব্র্যান্ডি খেলে শরীর গরম হয়।
অ্যালকোহল যত শক্তিশালী, তত বেশি গরম হবে।
তবে রোগ নিরাময়ের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অ্যালকোহল সব দিক থেকেই শরীরের জন্য ক্ষতিকর।
রাম বা ব্র্যান্ডিই হোক না কেন, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে।