21 May, 2025
BY- Aajtak Bangla
আপনি গরমে আরামও পাবেন এবং বিদ্যুৎ বিল নিয়েও চিন্তা করতে হবে না।
এসি চালান ২৪–২৬ ডিগ্রি সেলসিয়াসে: এই তাপমাত্রা শরীরের পক্ষে আরামদায়ক এবং কম বিদ্যুৎ খরচ করে। এসি যত কম তাপমাত্রায় চালাবেন, তত বেশি বিদ্যুৎ লাগবে।
ঘর হাওয়া-বদ্ধ রাখুন: সিসি চালানোর সময় দরজা-জানলা বন্ধ রাখলে ঠান্ডা ঘরের বাইরে চলে যায় না, ফলে এসিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না।
সময় মতো ফিল্টার পরিষ্কার করুন: মাসে অন্তত একবার এসির ফিল্টার পরিষ্কার করুন। ধুলোময়লা জমে থাকলে এসির ক্ষমতা কমে ও বিদ্যুৎ খরচ বাড়ে।
ইকো মোড ব্যবহার করুন: নতুন মডেলের এসিতে ইকো মোড বা energy-saving মোড থাকে। এটি স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা ও কনসাম্পশন নিয়ন্ত্রণ করে।
ইনভার্টার এসি ব্যবহার করুন: ইনভার্টার এসি সাধারণ এসির তুলনায় ৩০–৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।
ঘরে পর্দা ব্যবহার করুন: সূর্যের আলো যেন ঘরে ঢুকতে না পারে, সে ব্যবস্থা করুন। এতে ঘর কম গরম হয় এবং এসিকে বেশি কাজ করতে হয় না।
অপ্রয়োজনীয় ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন: টিভি, ল্যাম্প বা অন্য গরম করা যন্ত্র বন্ধ রাখলে ঘরের তাপমাত্রা কম থাকবে, এসিও কম পরিশ্রম করবে।
সিলিং ফ্যান চালু রাখুন: এসি চালানোর সঙ্গে সঙ্গে ফ্যান চালালে ঠান্ডা হাওয়া চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে কম সময়ে ঘর ঠান্ডা হয়।
রাতে টাইমার অন করুন: রাতে ঘুমানোর সময় এসিতে টাইমার ব্যবহার করুন, যাতে সেটি নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ বাঁচে।