BY- Aajtak Bangla

'S' দিয়ে নাম শুরু হওয়া ছেলেদের চরিত্র কেমন হয় জানেন?

22 October, 2024

আমাদের আশপাশে 'S' নাম দিয়ে শুরু হওয়া ছেলে-মেয়ের সংখ্যা কম নয়। বাঙালিদের বোধহয় এই অক্ষর দিয়েই নাম বেশি। 

প্রেমিক-প্রেমিকা, আত্মীয়-স্বজন অনেকের নাম এস দিয়ে শুরু হয়। কিন্তু এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলে-মেয়েদের চরিত্র, ব্যক্তিত্ব কেমন হয় জানেন? 

এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা রোম্যান্টিক। সম্পর্কের গুরুত্ব বোঝে। তারা সৎ থাকতে ভালোবাসে। 

তবে এরা খুব দৃঢ়। কারও কাছ থেকে একবার মুখ ফিরিয়ে নিলে আর যেতে ফিরতে চান না। 

এস দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবনে টার্গেট থাকে। সেই লক্ষ্যপূরণে এরা এগিয়ে থাকতে চায়। 

তবে এদের আত্মসম্মান বোধ তীব্র থাকার কারণে অনেক সময় মতবিরোধে জড়িয়ে পড়েন। তাতে মনোমালিন্য হয়। 

এরা জন্মগতভাবে লিডার। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সাহস থাকে। রিস্ক নেওয়া থেকে পিছু হটেন না। 

এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা শিল্প মনস্ক হয়ে থাকে। সাহিত্য, সিনেমা বা কোনও ক্রিয়েটিভ কাজে এদের আগ্রহ থাকে। 

এদের চরিত্রের একটা খারাপ দিকও আছে। সেটা হল নিজেরা যেটা ভালো বলে মনে করেন সেই পথেই এগোতে চান।