BY- Aajtak Bangla

'পিরিতি কাঁঠালের আঠা' হয়েই থাকবে, প্রেম নিয়ে সদগুরুর ভাইটাল টিপস

17 April, 2024

বর্তমান সময়ে প্রায় সকলেই প্রেম করে থাকে কিংবা করতে চায়। কিন্তু তাঁর পিছনে অনেকসময় নিজস্ব স্বার্থ লুকিয়ে থাকে।

আর সেই কারণেই প্রেম ভেঙে যাওয়া আমরা চারিদিকে দেখে থাকি। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। অনেকেই আছে যারা তাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে পারে।

একটা সম্পর্কে অনেক বাধা, অনেক সমস্যার দেখা দিতে পারে কিন্তু সেগুলিকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।

অনেকেরই স্বপ্ন থাকে যে তাঁর সঙ্গীর সঙ্গে আজীবন থাকবেন।

এই ক্ষেত্রে সদগুরুর এই কথাগুলি আপনাদের সম্পর্ককে নিবিড় করতে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

সদগুরু বলেছেন যে আপনাকে সম্পর্কে হার স্বীকার করতে হবে। সবসময় তর্কে আপনিই জিতবেন বা আপনিই সবসময় ঠিক এটা হতে পারে না। তাহলে সম্পর্কে সফলতা আসবেই আসবে।

যদি এই বিষয়টি আপনার স্বভাবের বিরোধীও হয়ে থাকে তাহলেও আপনাকে সদগুরুর এই কথাটি মানতে হবে। আপনারা দু'জনেই যদি এই কথাটি মেনে চলেন তাহলে আপনাদের সম্পর্ক চিরস্থায়ী হতে বাধ্য।

সদগুরুর কথা অনুযায়ী আপনি যদি সম্পর্কে হেরে জান তাহলে আপনার সঙ্গীকে আরও কাছে পাবেন। আর আপনি আপনার কর্তব্যের থেকেও বেশি কিছু করার একটি নিদর্শন রাখবেন। আর এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। 

আপনি যদি মনে করে থাকেন যে সব ক্ষেত্রে আপনার সঙ্গী এই কাজটি করবে তাহলে আপনি ভুল ভাবছেন। এরম চিন্তা থাকলে কেউ আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না।

সাধারন কিছু জিনিস যেমন আপনার সঙ্গীর কমিটেড থাকা, আপনার আত্মসম্মানে আঘাত না করা, আপনাকে সম্মান করা, এগুলির  বেশি কিছু  কখনই আশা করবেন না।

সম্পর্কের পূর্ণতার সংজ্ঞা এক একজনের কাছে এখেক রকম। কেউ বিয়ে করাটাকে পূর্ণতা মনে করেন আবার কেউ সারাজীবন একে অপরের ভালো বন্ধু হয়ে থাকাকে পূর্ণতা মনে করে।

একটা সম্পর্ক তখনই ভালো জায়গায় থাকবে যখন দুজনের মধ্যে সততা, বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা, মন খুলে কথা বলার স্বাধীনতা থাকবে। এর পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে সব সিদ্ধান্ত একসঙ্গে নিন।