BY- Aajtak Bangla
11 December 2023
এখনকার দিনে অনেকেই নিজের পছন্দে তাঁদের জীবনসঙ্গী বেছে নেন।
সকলেই চান তাঁদের সম্পর্ককে বিবাহ বন্ধন পর্যন্ত নিয়ে যেতে।
সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চাইলে মেনে চলুন সদগুরুর এই কয়েকটি টিপস-
সম্পর্ককে টিকিয়ে রাখতে নিজেকে কিছু ক্ষেত্রে হেরে জেতে হবে অর্থাৎ জেদ যেন সম্পর্কের মাঝে না আসে।
সম্পর্কে অনেকসময় সঙ্গীর কাছ থেকে পাওয়ার চেয়ে আপনার সঙ্গীর জন্য আরও বেশি কিছু করতে হবে । তবেই সম্পর্ক ভাল থাকবে।
সবসময় সম্পর্কে সৎ থাকুন। যাতে কোনওভাবেই সম্পর্কে সন্দেহ ডানা না বাঁধে।
চেষ্টা করবেন যাতে উভয়েরই একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে।
একে অপরকে স্বাধীনতা দেবেন। কখনই একে অপরের ওপর কোনও বিষয়কে চাপিয়ে দেবেন না।