2 February, 2025

BY- Aajtak Bangla

খবরদার শেখাবেন না এই জিনিস, ফল হবে মারাত্বক: সদগুরু  

সদগুরু একজন বিখ্যাত অধ্য়াত্মিক গুরু। মানুষ কী ভাবে তাদের জীবন উন্নত করবে তা নিয়ে পরামর্শ দেন তিনি।

সদগুরু মা-বাবার জন্যও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। কোন কোন জিনিস গুলি সন্তানদের সামনে করা যাবে না সেটাই জানিয়েছেন।

জীবনে কোনও সমস্যা থাকলে অথবা রেগে থাকলেও তা সন্তানদের সামনে কখনই দেখানো যাবে না।

জাীবনে যতই হতাশা আসুক তা সন্তানদের সামনে দেখানো যাবে না। বলেও জানিয়েছেন সদগুরু।

সন্তান যেন সবসময় স্নেহ ও আদর পায় সেটা দেখা বাবা-মায়ের কর্তব্য বলে জানিয়েছেন সদগুরু।

আপনি যা পছন্দ করেন না তা সন্তানের সামনে করবেন না। এমনই পরামর্শ দিয়েছেন সদগুরু।

সদগুরুর মতে, এতেই আপনার সন্তানের শৈশব ভাল হবে।

তিনি মনে করেন এই সমস্ত কাজ করে যেতে পারলে দারুণ হবে আপনার সন্তানের ভবিষ্যত।