14 February, 2025
BY- Aajtak Bangla
অধ্য়াত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেব বেশিরভাগই মানুষ কী ভাবে তাদের জীবন উন্নত করবেন তা নিয়ে বলেন।
কিছুদিন আগেই সদগুরু একটি পরামর্শ দেন যাতে তিনি বলেন, কোন কোন জিনিস গুলি আপনার বাচ্চার সামনে করা যাবে না।
তিনি জানান , আপনার জীবনে আপনি যদি কোন কিছু নিয়ে চাপে থাকেন অথবা রেগে থাকেন তা আপনার বাচ্চার সামনে দেখানো যাবে না।
তারপর তিনি আরও বলেন ,জাীবনে যতই হতাশা আসুক তা আপনার বাচ্চার সামনে দেখানো যাবে না।
আপনার বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে তাহলে সেটি আপনার কাজ দেখা যে সে সব সময় যেনো আপনার স্নেহ এবং আদর পায়।
সদগুরু বলেছেন ,আপনি যেই জিনিস গুলি নিজেই পচ্ছন্দ করেন না তা আপনার বাচ্চার সাথেও করবেন না।
এতেই আপনার বাচ্চার শৈশব ভালো হবে।
এই উপদেশ মেনে চললে আপনার সন্তানের মঙ্গল হবে।