BY- Aajtak Bangla
16 May 2024
নুন ছাড়া কোনও রান্না সম্পূর্ণ হয় না। রান্নায় স্বাদ ঠিক রাখতে নুনই ভরসা। তাই সকলের বাড়িতেই নুন থাকে।
রান্না ছাড়াও নুন নানা কাজে লাগে। গলা ব্যথা হলে নুন-জলে গার্গল করলে আরাম পাওয়া যায়। গরম জলে নুন দিয়ে কুলকুচি করলে দাঁত ভাল থাকে।
আবার নুন দিয়ে যে কারও ভাগ্য বদলে যেতে পারে। নুন দিয়ে এই কাজগুলি করলেই জীবন বদলাবে। জেনে নিন...
জ্যোতিষ মতে, কখনও কারও হাতে নুন দেবেন না। নুন মাটিতে ফেলাও ঠিক নয়। . .
লাল কাপড়ে নুন বেঁধে আলমারিতে রাখলে অর্থলাভ হয়। . .
লাল কাপড়ে নুন বা লবণ বেঁধে দরজার উপরে ঝুলিয়ে দিন। এতে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না।
নুনের মধ্যে কয়েকটি লবঙ্গ রেখে দিলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। ।
ঘর মোছার জলে নুন দিলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়।
স্নানের জলে নুন মেশালে মানসিক চিন্তা কেটে যায়।