4 Feb 2025

BY- Aajtak Bangla

এক চিমটে নুনেই বদলাবে ভাগ্য, করতে হবে এই উপায় 

নুন ছাড়া খাবার অচল। খাওয়া যায় না। তবে নুন যে শুধু খাবার-দাবারে ব্যবহার হয় এমনটা মোটেও নয়।

নুন ভাগ্যও বদলে দেয়। অর্থনৈতির বাধা কাটাতে নুনের দোসর মেলা ভার।

বাড়িতে অশান্তি, বিয়ে ভেঙে যাওয়া, হাতে টাকা না থাকার মতো একাধিক সমস্যা নুন দূর করে।

টাকার হাল ফেরাতে একটি ছোটো লাল কাপড়ে এক চিমটে নুন ভরে সেই কাপড়টি বাড়ির যে কোনও জায়গাতে রেখে দিন। 

সপ্তাহের মঙ্গল বা শনিবার এই উপায় করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়।

বাড়িতে প্রতিনিয়ত রোগ লেগে থাকলে কাচের পাত্রে একটু নুন নিয়ে ঘরের এককোনে রেখে দিন।

বাড়িতে কারও অশুভ দৃষ্টি পড়লেও নুনের টোটকা রয়েছে। সেজন্য হাতে একটু নুন নিয়ে দক্ষিণ দিকে ফেলে দিন। 

এক বালতি জলে সৈন্ধব লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষে এই জল বাইরে ফেলে দিন। তাহলেও ভালো ফল পাবেন। 

সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর সময় সৈন্ধব লবন দিন সামান্য। তাহলেও ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে।