19 May 2025
BY- Aajtak Bangla
রান্নাঘরের নানা মশলার নানা গুণ। রান্নার কাজে শুধু নয়, ভাগ্যও বদলে দেয় রান্নাঘরের একাধিক মশলা।
যেমন নুন। নুনের বহু গুণ। এটি ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভাগ্য বদলে যায়। হাতে টাকা আসে।
প্রতিদিন নুন দিয়ে একবার হাত ধুয়ে নিতে হবে। তাহলেই ভাগ্য বদলে যাবে।
বাড়িতে বাস্তু দোষ থাকলে লাল কাপড়ের মধ্যে একটু নুন রেখে দেবেন ৷ এটি বাড়ির প্রধান দরজায় টাঙিয়ে দিন ৷
সেজন্য প্রথমে এক চিমটি নুন নিন হাতে। তা দুই হাতের তালুতে ঘষে নিন। তারপর হাত ধুয়ে ফেলুন।
এছাড়াও ঘর মোছার আগে জলে সামান্য নুন দিন। তাহলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে।
নুন মেশানো জলে স্নান করাও খুব উপকারী। এই জলে নিয়মিত স্নান করলে নজর লাগে না।
একটি কাচের পাত্রে একটু নুন নিয়ে ঘরের এককোনে রেখে দিন ৷ জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য আসবে ৷ সুখ-শান্তিতে জীবন ভরে যাবে । অনেক জটিল সমস্যা দূর হবে।
একমুঠো নুন নিয়ে সাতবার অ্যান্টিক্লক ওয়াইস বা ঘড়ির কাঁটার বিপরীতে ওই ব্যক্তির মুখের সামনে ঘোরাতে হবে ৷ এরপর ওই নুনটা জলে ফেলে দিন। তাতেও উপকার মিলবে।