BY- Aajtak Bangla
26 MARCH, 2025
বিশ্বের বিভিন্ন দেশের নানা জাতের ও রঙের কাঠ চন্দন পাওয়া যায়। গুণ ও কাজের দিক থেকেও এদের মধ্যে পার্থক্য রয়েছে।
মূলত দুই ধরনের চন্দন গাছ রয়েছে- রক্ত চন্দন ও শ্বেতচন্দন।
বিশ্বের সবচেয়ে বেশি চন্দনকাঠ সরবরাহকারী দেশ হল ভারত।
রূপচর্চায় চন্দনের বেশ সুনাম রয়েছে। ব্রণ থেকে ত্বকের দাগছোপ দূর করতে পারে চন্দন।
সনাতন ধর্মে পুজো- বা কোনও শুভ কাজে চন্দনের ব্যবহার অত্যন্ত পরিচিত।
চন্দন কাঠ শরীরে বিভিন্ন ধরনের রোগ-জীবাণু বিরুদ্ধে লড়াই করে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
অনেক দামি হওয়ায়, বহু অসাধু ব্যবসায়ী নকল চন্দন দিয়ে মানুষকে প্রতারিত করে।
খালি চোখে দেখে চেনা কঠিন। জানুন, আসল চন্দন কাঠ চেনার উপায় কী কী।
চন্দন কাঠের ওপর ছুরি দিয়ে আঁচড়িয়ে দেখতে হবে এটি নরম স্তর তৈরি করে কিনা। নরম স্তর তৈরি করলে বুঝবেন, এটা আসল চন্দন কাঠ।
আসল চন্দন কাঠ হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হাত সুগন্ধ হয়ে যাবে এবং আশেপাশেও সুগন্ধে ভরে যাবে।
আসল চন্দন কাঠ ভারি, হলুদ এবং হালকা খসখসে হয়ে থাকে।