8 September, 2024

BY- Aajtak Bangla

মা-বাবার এই একটা ভুলেই সন্তান হয় অমানুষ: সন্দীপ মাহেশ্বরী

কোন মা-বাবা না চান সন্তান পৃথিবীর সব সুখ অর্জন করুক?  সন্তানের জন্য প্রতিটি ছোট-বড় জিনিস দিতে চান। 

সন্তানের মুখ থেকে কিছু বের হলেই বাবা-মা ইচ্ছাপূরণ করেন।  

মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরীর মতে, মা-বাবাদের একটি ভুলেই সন্তান মানুষ হয় না। কী সেই ভুল?

মহেশ্বরীর বলছেন, সন্তাকে সময় দিতে না পারায়, এখন টাকা দিয়ে আবদার মেটান মা-বাবারা। 

সন্তান যা চায়, সেই আবদার মেটায়। তার ফলে সেই আবদারের সীমা থাকে না।

মাহেশ্বরী বলছেন, সন্তানের আবদার মেটান। তবে তার সীমা আছে। সেখানেই ভুল করেন মা-বাবারা।

মা-বাবাদের উচিত সন্তানকে সঠিক রাস্তা দেখানো। তার উদাহরণও দিয়েছেন তিনি।  

সন্দীপ বলেন, আজকাল বাবা-মায়েরা সন্তানদের জীবনে বেশি হস্তক্ষেপ করেন না। এটাই বড় ভুল।

বাচ্চাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গাইড করা দরকার। শুধু টাকা খরচ করে মানুষ করা যায় না।

তাই সন্তানকে কখনও কখনও মোটিভেট করতে হবে। তাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করা জরুরি।