9 NOVEMBER 2024

BY- Aajtak Bangla

বাবা-মায়ের এসব ভুলেই সন্তান সাফল্য পায় না, বলছেন সন্দীপ মাহেশ্বরী

সকলেই চায় তার সন্তান পৃথিবীর সব সুখ পাক। বাবা মায়েরা তাঁদের সন্তানের জন্য প্রতিটি ছোট এবং প্রতিটি বড় জিনিস দিতে চান।

সন্তানের মুখ থেকে কিছু বের হলেই বাবা-মা তাদের ইচ্ছা পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন।

কিন্তু মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী বলেন, সন্তান লালন-পালনের ক্ষেত্রে অভিভাবকদের সবচেয়ে বড় ভুল হল না বলতে না পারা।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় সন্তানদের যা চায় সেটাই দিতে চান বাবা মায়েরা। বাবা-মায়েদের পক্ষে এটি করা একেবারেই ভুল।

সন্তানদের সমস্ত স্বপ্ন বা চাহিদা পূরণ করা উচিত নয় বাবা-মায়েদের। এটা তাদের জন্যই ক্ষতি হয়।

সন্দীপ মাহেশ্বরী বলেন, আজকাল বাবা-মায়েরা ব্যস্ত হয়ে পড়েছেন, সন্তানদের সময় দিতে পারেন না, তাই টাকা দিয়ে ক্ষতিপূরণের কথা ভাবেন, যা ভুল।

বাবা-মা নিজেরাও সন্তানদের সঠিক পথ দেখাতে পারেন না বা অন্য কেউ বললে তাঁকেও চুপ করিয়ে দেন।

সন্দীপ বলেন, আজকাল বাবা-মায়েরা তাঁদের সন্তানদের জীবনে কম জড়িত এবং এখানেই তাঁরা সবচেয়ে বড় ভুল করেন।

আপনার বাচ্চাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গাইড করা গুরুত্বপূর্ণ এবং কখনও কখনও তাদের গাইড না করাও গুরুত্বপূর্ণ।