2 February, 2024
BY- Aajtak Bangla
বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের। নতুন সংসারও শুরু করেছেন পাক ক্রিকেটার।
নিজের বিয়ে ভেঙে যাওয়ার পর তরুণীদের পরামর্শ দিয়েছেন ভারতের টেনিস সুন্দরী।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভারতের কিংবদন্তি টেনিস প্লেয়ার বলেন, 'তুমি যেমন মানুষ ঠিক তেমনই থাকো।'
পাশাপাশি তিনি বলেন, 'সম্পর্ক টেকাতে বা বিয়ের জন্য নিজের মধ্যে বদল আনার কোনও প্রয়োজন নেই।'
শোয়েবের তৃতীয় বিয়ের পর সানিয়াকে নিয়ে জোর চর্চা চলছে। শোয়েবের তৃতীয় বিয়ের পর সানিয়াও ইজহানকেও নানা প্রশ্নের মুখে পড়তে হয়।
এর মধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনে নিয়মিত কমেন্ট্রি করছেন সানিয়া।
ডাবলস চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতের আরও এক তারকা রোহন বোপান্নার সঙ্গে সানিয়াকেও সেলিব্রেট করতে দেখা যায়।
অন্যদিকে পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে সংসার করছেন শোয়েব।