17 September, 2024

BY- Aajtak Bangla

সাপের ছোবলের পর কী করা উচিত, সময় মাত্র ১০০ মিনিট

প্রথমেই জেনে রাখুন, সাপ যেচে ছোবল দেয় না। সাপ নিজেকে বাঁচাতেই ছোবল দেয়। ডিফেন্স হিসাবে।

সাপের ছোবলের পর ঠিক কী করা উচিত? প্রত্যেকের সেটা জানা উচিত। আসুন জেনে নেওয়া যাক।

প্রথমে শান্ত ও স্থির থাকার চেষ্টা করুন। যত হার্টবিট বাড়বে, তত কিন্তু বিষ তাড়াতাড়ি ছড়াবে। তাছাড়া এমনও হয় যে, অনেকের ভয়ে হার্টফেলও হয়ে যায়।

আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব কম নড়াচড়া করতে বলুন।

একটি ভুল ধারণা আছে। অনেকে সাপ কামড়ালে বাঁধন দেন। এতে লাভ হয় না। ক্ষতস্থানের উপরেও কোনও শক্ত কাপড় বা দড়ি বাঁধবেন না।

সিনেমার মতো মুখ দিয়ে টেনে বিষ বের করার চেষ্টা করবেন না বা ক্ষতস্থানে কাটাকাটি করবেন না।

আক্রান্ত অঙ্গটি নিচু অবস্থানে রাখুন।

আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। প্রথম এক ঘণ্টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মনে রাখবেন, স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা আপনাকে দ্রুত গাইড করতে সক্ষম। কিন্তু ১০০ মিনিটের মধ্যে তাঁদের কাছে পৌঁছানোটা আপনার দায়িত্ব।

এরপর যত দ্রুত সম্ভব, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম দিতে হবে। বলাই বাহুল্য, ওঝা-টোটকায় এক মিনিটও নষ্ট করবেন না।