08 September, 2024

BY- Aajtak Bangla

কার্বলিক অ্যাসিড না, সাপ তাড়ানোর উপায় এটাই, বনকর্মীর টিপস

বৃষ্টিতে চারদিকে জল থাকায় বাড়িতে সাপে আশ্রয় নিতে পারে। 

সাপ দূরে রাখার সবচেয়ে সহজ উপায় হল ঘরের আশপাশ সাফসুতরো রাখা। অপ্রয়োজনীয় জিনিস, টব, ইঁট জমিয়ে রাখবেন না। 

একইভাবে বাগানের আশেপাশে ঝোপঝাড়, বড় ঘাস কেটে ফেলুন। গাছের গোড়া, নর্দমার ধার পরিষ্কার রাখুন। 

বাড়িতে ইঁদুর থাকলে সাবধান। কারণ সাপের প্রধান খাদ্য এই ইঁদুর ও ব্যাঙ। ফলে ইঁদুরের লোভে ঘরে সাপ ঢুকতে পারে। 

সাপ তাড়ানোর আগে ইঁদুর তাড়ানোয় নজর দিন। বাড়ির ভাঁড়ার ঘরে যাতে ইঁদুর না থাকে, সেদিকে নজর দিন।

একইভাবে বাড়ির আশেপাশে আবর্জনা, উচ্ছিষ্ট খাবার ফেলবেন না। এতে ইঁদুরের আনাগোনা হয়। ইঁদুর বাড়লে সাপ বাড়বে। 

কার্বলিক অ্যাসিডে কোনও লাভ হবে না। হাওয়ার সংস্পর্ষে এমনিতেই এর জোর কমে যায়। তাছাড়া বৃষ্টির জলে এগুলি ধুয়ে বেরিয়ে যায়। 

একইভাবে ব্লিচিং পাউডার ছড়িয়েও সাপ দূরে রাখা সম্ভব নয়। 

বাথরুম, ঘরের নিকাশি গর্তে অবশ্যই জাল লাগান। বাড়ির দরজা সবসময়ে বন্ধ রাখুন।