21 DECEMBER 2024
BY- Aajtak Bangla
নিজের সম্পর্কে তিনি বলতেন- আমি সতেরও মা, অসতেরও মা।
ঠাকুর রামৃষ্ণ পরমহংস তাঁর মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে ভক্তদের কাছে বলেছিলেন- ও সারদা, সাক্ষাৎ সরস্বতী!
জগজ্জননী শ্রী শ্রী সারদা মায়ের ১৭১ তম জন্মতিথি পালিত হচ্ছে ৩ জানুয়ারি, বুধবার।
রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনসঙ্গিনী সারদা দেবী ছিলেন নিজগুণে অনন্যা। তাঁর মধ্যে সাক্ষাত্ মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকে।
তাঁর কিছু অমর বাণীর মধ্যে সারদা দেবীর অমূল্য জীবনদর্শনের পরিচয় পাওয়া যায়।
আজও আমাদের মনে ভরসা জাগায় সারদা মায়ের এই সব বাণী। তাঁর জন্মতিথিতে চলুন জেনে নেওয়া যাক সারদা দেবীর এমনই কয়েকটি উক্তি সম্পর্কে।
একশো জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাঁকে একটু খেতে দিও।
যে সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট আসবে কোথা দিয়ে।
সকলের ওপর সমান ভালবাসা হয় কী করে জানো? যাকে ভালবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না। তবেই সকলের ওপর সমান ভালবাসা হয়।
যদি শান্তি চাও, তাহলে কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নাও, কেউ পর নয়, এই জগৎ তোমার।
ভালোবাসা দিয়ে সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না।
কাজ করতে হবে সব সময়। কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যাবে, তবেই নিষ্কাম ভাব আসবে। কাজ ছেড়ে একদণ্ডও থাকা উচিত নয়।
ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে ক-জনে? নিন্দে ঠাট্টা সবাই করতে পারে। কিন্তু কী করে যে তাকে ভালো করতে হবে, তা ক-জনে বলতে পারে?
যে অল্পেই তুষ্ট থাকে, তাঁর কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায়।
জীবনের সার কথা হল ভক্তি, ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায়।
সংসারে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন।