BY- Aajtak Bangla
12th April, 2024
অনেকসময়ই আমাদের মনে অনেক ধরনের খারাপ চিন্তা আসে, সেটা কাজ নিয়ে হোক অথবা ব্যক্তিগত জীবন নিয়ে।
তবে মা সারদার দেখানো পথ ও বাণী যদি মেনে চলেন তাহলে জীবন একেবারে সুন্দর হয়ে যাবে।
মা বলেছেন, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে।
যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে আসে সব। তিনিই তার ভেতর দিয়ে কার্য করেন।
যে ঠাকুরকে একবার ডেকেছে তার আর ভয় নেই, ঠাকুরের উফর বিশ্বাস রাখবে, সংসারে মা-বাপ ছেলেদের আশ্রয়স্থল তিনিই।
ধ্যান-জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার।
ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে...দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নিয়েছেন।
মন্দ কাজে মন সর্বদা যায় ভাল কাজে মন এগোতে চায় না।
সে জন্য ভাব কাজ করতে গেলে আন্তরিকভাবে খুব যত্ন রেখে সে কাজে এগোনো উচিত।