2 February, 2025
BY- Aajtak Bangla
সরস্বতী হলেন বিদ্যার দেবী। বসন্ত পঞ্চমীতে পূজিত হন দেবী।
সনাতন ধর্মে নারীই হলেন জ্ঞান, শক্তি ও সম্পদের দেবী।
জ্ঞানার্জনে হিন্দুরা দেবীকে পুজো করেন। তিনি হলেন শিক্ষা, জ্ঞান, বাগ্মীতা, শিল্পকলার, সংগীতের দেবী।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী,প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়।
সরস্বতীর ইংরেজি অনেকেই ভুল করে থাকেন। জেনে নিন ইংরেজি নামের বানান ঠিক কী?
দেবী সরস্বতীকে ইংরেজিতে Sarasati লেখেন অনেকে। আসলে ঠিক নয়।
সরস্বতীর আসল ইংরেজি হল- Saraswati।
দেবীকে বলা হয়- Goddess Of Knowledge। এছাড়া Goddess Of Wisdom বলা হয়।
দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী। তাঁর সামনে হাতেখড়ি দিয়ে শিক্ষা শুরু করে বাঙালি শিশুরা।
বসন্ত পঞ্চমীতে অঞ্জলি দেয় বাঙালি নারী-পুরুষ। প্রজন্মের পর প্রজন্মে চলে আসছে এই রীতি।