BY- Aajtak Bangla
17 January 2025
আর কয়েক দিন বাদেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনা হয় ঘরে ঘরে।
সরস্বতী পুজোর সঙ্গে কুলের একটা সম্পর্ক রয়েছে।
সরস্বতী পুজোর আগে আগেই বাজারে কুল দেখা যায়।
তবে ইচ্ছে থাকলেও পুজোর আগে অনেকেই কুল খান না। মনে করা হয়, পুজোর আগে কুল খেলে বাগদেবী রুষ্ট হন।
সত্যিই কি সরস্বতী পুজোর আগে কুল খেলে ঠাকুর পাপ দেন? . .
আসলে এটা একটা প্রচলিত বিশ্বাস মাত্র, যে সরস্বতী পুজোর আগে কুল খেলে অসন্তুষ্ট হন দেবী। এর অবশ্য পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। . .
তবে সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে।
মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা থাকে। ফলে পুজোর আগে কাঁচা বা কশযুক্ত কুল খেলে শরীরে ক্ষতি হতে পারে।
সরস্বতী পুজোর আগে কুল খেলে অনেকের পেটের সমস্যা হয়।