24 JANUARY 2025

BY- Aajtak Bangla

সরস্বতী পুজো নিয়ে ৩ প্রচলিত 'ভুল ধারণা', এগুলি ভাঙলেও কোনও পাপ নেই

আর দিনকয়েক পর সরস্বতী পুজো। সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা ও কলা প্রতিষ্ঠান, বাড়িতে হয় পুজো।

ছোট থেকে সরস্বতী পুজোকে ঘিরে বেশ কিছু প্রচলিত ভুল ধারণা সকলেই শুনে আসছে। যেগুলির যুক্তিযুক্ত কোনও কারণ নেই।

এর মধ্যে সবচেয়ে বড় হল সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নাকি পাপ। আসলে, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। কাঁচা বা কশযুক্ত কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে।

এরপর বলা হয়, সরস্বতী পুজোয় পড়াশুনো নিষিদ্ধ। এরও কোনও যুক্তি নেই। এটি নিছকই লোকাচার। 

আসল কারণ হল সরস্বতী পুজোয় সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজে পুজো হয়, সেদিন ছুটি থাকে। বাড়িতে পুজো হলেও বিদ্যার দেবীর কাছে থাকে সব বইপত্র। তাই ঘট তোলা পর্যন্ত কেউ বই ফিরিয়ে আনেন না বলে পড়াশুনাও হয় না। কিন্তু সেদিন পড়ায় কোনও ক্ষতি নেই।

সরস্বতী পুজোয় হলুদ বস্ত্র পরিধান করতে হয়। এরও কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আসলে বসন্ত পঞ্চমীতে হলুদ কাপড় পরা এবং পুজোয় হলুদ জিনিস ব্যবহার করা শুভ। এইসময়ে চারিদিকে হলুদ সরষের ফুল ফোটে। 

বৈজ্ঞানিকভাবে হলুদ রঙকেও বিশেষ বিবেচনা করা হয়েছে। হলুদ রঙ মানসিক চাপ দূর করে মনে শান্তি আনে। এছাড়া আর কোনও কারণ নেই। তাই হলুদ না পরে যদি সাদা পরেন, কোনও ক্ষতি নেই।