30 Jan, 2025
BY- Aajtak Bangla
সরস্বতী পুজোয় শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন। সকালে সবাই স্নান সেরে পুজো দিতে যান।
প্রতিবার সরস্বতী পুজোয় ধোয়া জামাকাপড় পরে অঞ্জলি দিয়ে থাকেন সবাই।
পুজোর অঞ্জলির মন্ত্র মনে আছে? একবার মিলিয়ে নিন তো। প্রথমে দেখুন পুষ্পাঞ্জলির মন্ত্র।
ওঁ জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে বীণাপুস্তকরঞ্জিতহস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে॥ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ॥ এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ ঐং সরস্বত্যৈ নমঃ॥
সরস্বতী পুজোর প্রণামের মন্ত্র - সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে॥ জয় জয় দেবি চরাচরসারে, কুচযুগশোভিতমুক্তাহারে। বীণাপুস্তকরঞ্জিতহস্তে, ভগবতি ভারতি দেবি নমস্তে॥
সরস্বতী পুজোর স্তব শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা। শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা॥ শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা॥ বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈরর্চ্চিতা দেবদানবৈঃ। পূজিতা মুনিভিঃ সর্ব্বৈর্ ঋষিভিঃ স্তূয়তে সদা॥ স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। যে স্মরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে॥
সরস্বতী পুজোর দিন সকালে অনেকে নির্জলা উপবাস করেন। অর্থাৎ জল পর্যন্ত স্পর্শ করেন না।
অনেকে আবার চা-সরবত খেয়েও উপবাস করেন। শিশুদের হাতেখড়ি হয় পুজোর দিন।
সরস্বতী পুজোর দিন স্কুলে স্কুলে খাওয়ানো হয়। স্কুল বা কলেজে বিশেষ করে খিচুড়ি খাওয়ানোর চল রয়েছে।
অনেক বাড়িতেও পুজো হয়। তবে সব থেকে বেশি পুজো হয় পাড়ায়। মোড়ে মোড়ে সরস্বতীয় আরাধনা করতে দেখা যায়।