2 FEB, 2025
BY- Aajtak Bangla
সনাতন ধর্মে, দেবী সরস্বতীকে জ্ঞান, প্রজ্ঞা এবং বিচক্ষণতার দেবী হিসাবে বিবেচনা করা হয়।
শাস্ত্র অনুসারে, ২৪ ঘণ্টায় একবার দেবী সরস্বতী এসে প্রতিটি মানুষের জিহ্বায় বসেন।
তখন যা বলা হয় তা সত্য হয় বলে বিশ্বাস করা হয়।
আপনি কি জানেন দিনের কোন সময়ে সরস্বতী জিহ্বায় অবস্থান করেন?
হিন্দু ধর্মে, ভোর ৩ টের পরে এবং সূর্যোদয়ের আগে সময়টিকে ব্রহ্ম মুহুর্ত হিসাবে বিবেচনা করা হয়।
এই সময়টিকে একটি নতুন দিনের শুরু বলে মনে করা হয়। সেই সঙ্গে এই সময়টিকেও শুভ বলে মনে করা হয়।
শাস্ত্র অনুসারে, দেবী সরস্বতী সকাল ৩টে ২০ থেকে ৩.৪০ মিনিটের মধ্যে একজন ব্যক্তির জিহ্বায় অধিষ্ঠান করেন।
এই সময়ে যা বলা হয় তা সত্য হয় বলে বিশ্বাস করা হয়।
এই সময়ের মধ্যে, যদি কোনও ভাল কথা বলা হয় বা মনে আনা হয়, তবে তা অবশ্যই পূর্ণ হয়।
সরস্বতী পুজোর একটা মন্ত্র নিয়ে অনেকেই নানা বিতর্কত মন্তব্য করে থাকেন।
সরস্বতী পুজোর একটা মন্ত্র নিয়ে অনেকেই নানা বিতর্কত মন্তব্য করে থাকেন।
সেই মন্ত্রটি হল-ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী, নমোহস্ততে।।
কিন্তু আপনারা কি জানেন এখানে ঠিক বলা হয়েছে।
পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানিয়েছেন, 'জয় জয় দেবী চরাচর সারে'--এর মানে-দেবীর জয় হোক। যে দেবী চরাচরের সার। যে দেবীর মধ্যে সমস্ত জ্ঞানের সারাংশ আছে।
এবার আসি 'কুচযুগ শোভিত মুক্তাহারে', নৃসিংহপ্রসাদ ভাদুড়ী জানিয়েছেন এর মানে হল-স্তনযুগ্মের (বক্ষযুগল) উপরে যে মুক্তোর হার পরিহিত দেবী সরস্বতীর জয় হোক।
পুরাণবিদ আরও জানিয়েছেন যে এই স্লোকে কোনও বিকৃত বা খারাপ কিছু নেই। অনেকেই না বুঝে ও না জেনে এই স্লোককে ভুল ভাবে ব্যাখা করেন।