4 APRIL, 2025

BY- Aajtak Bangla

এভাবে বাড়িতেই বানান মাল্টিগ্রেন ছাতু, বাজারের চেয়ে সস্তা ও পুষ্টিকর

গমরকালে ছাতু খাওয়া উপকারী বলে মনে করা হয়। 

গরমকালে আমাদের খাদ্য তালিকায় এমন খাবার রাখা দরকার, যা শরীর ঠান্ডা রাখবে এই সময় আদর্শ খাবার হল ছাতু।

 তবে অনেকেই ছাতু তৈরি করতে পারেন না।

চলুন জেনে নেওয়া যাক কী কী লাগে সুস্বাদু ছাতু তৈরিতে আর কীভাবে তৈরি করবেন।

উপকরণ: মটর ভাজা ৫০০ গ্রাম, ছোলা ভাজা ৫০০ গ্রাম, গম ভাজা ৫০০ গ্রাম, চাল ভাজা ২৫০ গ্রাম, বাদাম ভাজা ৫০০ গ্রাম, মিছরি ২০০ গ্রাম, সামান্য বিট নুন।

প্রথমে একটি বড় গামলা নিতে হবে। এবার এতে সমস্ত ভাজা উপকরণ একসঙ্গে ঢেলে মিশিয়ে নিতে হবে।

এবার মিছরি ও বিট নুন মেশাতে হবে। চাইলে মিছরি গুঁড়ো করে নিতে পারেন।

এবার মিক্সি মেশিনে মেশানো ভাজা উপকরণ অল্প অল্প করে দিয়ে পিষে নিন।

তৈরি সুস্বাদু ছাতু। এবার একটা এয়ার টাইট কন্টোনারে ভরে রেখে দিন। কন্টেনারের মধ্য়ে কয়েকটা নিমপাতা রেখে দিতে পারেন। কিংবা কয়েকটা লবঙ্গও রাখতে পারেন। এতে ছাতুতে পোকা লাগবে না।