3 October, 2024

BY- Aajtak Bangla

সপ্তাহের এই দিন ভুলেও খাবেন না মদ, তাহলেই সর্বনাশ  

শনিবার সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার। সারা সপ্তাহ আপনার কেমন কাটবে তা নির্ভর করে শনিবারের উপর। 

সেজন্য শনিবারের জীবন যাপন নিয়ে সচেতন থাকা দরকার। বিশেষ করে খাওয়া দাওয়া।  

শনিবার কখনও  মদ খাওয়া উচিত নয়। এই বারকে শনিদেবের বার বলা হয়। মদ্যপান করলে তিনি কুপিত হন।

শনিদেব রুষ্ট হলে সারা সপ্তাহ খারাপ যাবে। কাজে মন বসবে না। সফল হতে বসা কাজও অসফল হয়ে যাবে।

শনিবার কখনও মুসুর ডাল খাওয়া উচিত নয়। বরং মুগডাল খান। তাহলে উন্নতি হবে।

শনিবার আমিষ খাওয়া উচিত নয়। বরং নিরামিষ খান। হাল্কা খাবারে সন্তুষ্ট থাকুন।

বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবার এড়িয়ে চলা উচিত। ভাজাভুজি যুক্ত খাবার, আচার পাতে রাখা ঠিক নয়। 

দুধযুক্ত খাবারও শনিবার খাওয়া উচিত নয়। দই খাবেন না। এই জাতীয় খাবার এড়িয়ে চলুন।

শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীরকে গরম করে। সেজন্য এড়িয়ে চলুন।