BY- Aajtak Bangla
2nd March, 2025
মাসে বেতন আসছে কিন্তু তা জলের মতো খরচ হয়ে যাচ্ছে। কিছুতেই জমাতে পারছেন না।
একটি বিশেষ কৌশলে টাকাপয়সা জমায় জাপানিরা। তার নাম ‘কাকিবো’। এই পদ্ধতিতে আপনিও টাকা জমাতে পারবেন।
কাকিবো বলে, নিজেকে ৪টি প্রশ্ন করুন। খাতায় তার উত্তর লিখুন। তাহলেই সঞ্চয় করতে পারবেন। কী প্রশ্ন?
হাতে কত টাকা আছে? সোজা কথায় রোজগার কত? প্রথমে সেটা লিখতে হবে।
কত টাকা সঞ্চয় করব? মাস গেলে কত টাকা সঞ্চয় করতে চান, সেটা লিখতে হবে। হ্যাঁ, খরচের আগে সঞ্চয়।
খরচ কত হয়? এবার দেখতে হবে, সংসার খরচ কত হয়? কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তার তালিকা করলেই খরচের হিসেব পাওয়া যাবে।
বাড়তি সঞ্চয় কীভাবে? কোথায় কত টাকা খরচ কমানো যায় দেখতে হবে। তাহলেই সঞ্চয় হবে।
কাকিবো বলে, এই প্রশ্ন এবং উত্তরগুলো হাতে লেখা উচিত। কথায় আছে, খাতা, কলম, মন লেখে তিনজন। হাতে লিখলে মনে সেগুলো গেঁথে যাবে। সেই অনুযায়ী কাজ করতে সুবিধা হবে।