01 December, 2023
BY- Aajtak Bangla
শীতের ঠান্ডা হাওয়াতে খুশখুশে কাশি, সর্দি,জ্বর প্রায় কম বেশি সকলেরই লেগেই থাকে।
শীতের ঠান্ডা হাওয়াতে খুশখুশে কাশি, সর্দি,জ্বর প্রায় কম বেশি সকলেরই লেগেই থাকে।
অনেক ওষুধ খেয়েও সারছে না কাশি? তবে এই পাতার বিড়ি খেলেই খুশখুশে কাশি হবে একেবারে হাওয়া।
তেজপাতা শ্বাসকষ্ট, কাশির জন্য খুবই উপকারী।
দুটো তেজপাতা একটা আরেকটার ওপরের ওপরে রাখুন ।
পাতা দুটোকে সরু করে মুড়ে সুতো দিয়ে বেঁধে ফেলুন।
রোল করা তেজপাতাটির মাথা আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে আসতে করে ধোঁয়া টানুন।
কিন্তু শিশুদের জন্য এই রেমিডি কখনই ব্যবহার করবেন না ।
তেজপাতার বিড়ি খাওয়ার বদলে জলে ৪ থেকে ৫টি তেজপাতা ফুটিয়ে অল্প ঠান্ডা করে খেতে পারেন।
এছাড়াও কাপড়ে ভিজিয়ে বুকে সেঁক দিলেও উপকার পাবেন।