BY- Aajtak Bangla
28 April, 2025
অনেকেই টিকটিকি দেখলে ভয় পান আবার অনেকের টিকটিকিতে ঘেন্না রয়েছে।
আর কম-বেশি সব বাড়িতেই এই টিকটিকির উপদ্রব থাকে।
শতচেষ্টা করেও এই টিকটিকিকে তাড়ানো বেজায় মুশকিল।
কিছু সহজ ঘরোয়া প্রতিকারের সাহায্যে আপনার ঘরের টিকটিকি কয়েক মিনিটের মধ্যেই পালিয়ে যাবে।
রান্নাঘরে গোলমরিচ সব সময়ই থাকে। সেটা পিষে গুঁড়ো করে নিন। এবার জলে ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। যেখানে টিকটিকি রয়েছে সেখানে স্প্রে করুন।
পেঁয়াজ এবং রসুন ব্যবহার করে টিকটিকি তাড়ানো যেতে পারে। এই দু’টি জিনিসেরই তীব্র গন্ধ থাকে, যার কারণে টিকটিকি পালিয়ে যায়। যেখানে টিকটিকি আসে সেখানে পেঁয়াজ ও কাঁচা রসুনের কুচি রাখুন।
কালোজিরে গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করুন। টিকটিকি ভুলেও আসবে না।
যেখানে প্রায়ই টিকটিকি আসে সেখানে ন্যাপথলিন ট্যাবলেট রাখতে পারেন। এর গন্ধেও টিকটিকি ঘরমুখো হবে না।